Thursday, August 29, 2013

** গল্পটি পড়ে দেখুন **


আপনার মন-মানসিকতা পরিবর্তন
হয়ে যাবে
ইনশাআল্লাহ্।
একদা একদিন কিছু লোক এক
অন্ধকার টানেল অতিক্রম করে যাচ্ছিল।
হঠাৎ তাদের পায়ের তলায়
সূচাল পাথর জাতীয় কিছু
অনুভব করল তারা।
এদের কেউ কেউ
তখন সে পাথরগুলো তুলে পকেটে ভরে নিল ---
অন্যরা যেন কষ্ট না পায় এই
নিয়তেই তারা এই ভালো কাজটা
করেছিল।
কেউ কিছু কিছু নিল,
আর কেউ নিল ই না। অবশেষে যখন অন্ধকার
টানেল থেকে বের হল,
দেখলো তাদের
কুড়ানো পাথরগুলো ছিল
ডায়মন্ড / হীরা -
তারা বিস্ময়ে হতবাক হয়ে গেল। যারা কম নিয়েছিল
তাদের বেশ আফসোসবোধ
হচ্ছিল যে কেন আরও
বেশি তারা তুলে নিল না;
আর একেবারেই যারা নেয়
নি তারা আরও বেশ অনুশোচনা করতে লাগলো।
এই দুনিয়া ঠিক এই
অন্ধকার টানেলের মতই।
আর এখান কার
ভালো কাজগুলো ডায়মন্ডের
মত... আখেরাতে যাদের
ভালো কাজের পরিমাণ
কম হবে,
তারা আফসোস করতে থাকবে কেন
আরও বেশী ভালো কাজ
তারা দুনিয়ায় করেনি..!!!

1 comment:

Unknown said...

www.ahlesunnatt.blogspot.com