মানুষের সবচেয়ে বড়
দুর্বলতা হলো ভালবাসা,
যার মধ্যে ভালোবাসা নেই
তার কোনো দুর্বলতাও নেই,
ভালোবাসার জন্য মানুষ
সবকিছু ছেড়ে দেয়।আর
সেই ভালোবাসা তার জন্য
কাল হয়ে দাড়ায়
আমার চোখ বলছে ভেজা জলে ।বল মুছে দেবে কি সানতনার জলে ।বেথা ভরা কষটগুলি ছুয়ে দেবে কি ।অনধকারের বনধ আলো জেলে দেবে কি ।আমায় আপন করে বল সংগী হবে কি ।একাকি নিঝুম রাতে বলনা কোন এক বিরহর পহরে ।হবে ঘুম আমার চোখে রবে কি ছলয়া হয়ে পাশে ।বলো একবার ।আমার চোখ বলছে ভেজা জলে ।বল মুছে দেবে কি সানতনার জলে ।বেথা ভরা কষটগুলি ছুয়ে দেবে কি ।অনধকারের বনধ আলো জেলে দেবে কি ।আমায় আপন করে বল সংগী হবে কি ।একাকি নিঝুম রাতে বলনা কোন এক বিরহর পহরে ।হবে ঘুম আমার চোখে রবে কি ছলয়া হয়ে পাশে ।বলো একবার ।মানুষের মাঝে আছে মন, মনের মাঝে প্রেম, প্রেমের মাঝে জীবন, জীবনের মাঝে আশা, আশার মাঝে ভালবাসা, আর সেই ভালোবাসার মাঝে শুধুই তুমি?মানুষে বিশ্বাস
হারানো উচিত
নয়।
মানবতা হলো মহাসমুদ্র।
এর কোনো এক বিন্দু
যদি দূষিতও
হয় তাতে সমুদ্র দূষিত হয়
না
___
No comments:
Post a Comment