Thursday, September 26, 2013
ভালবাসার চিঠি
রাত গভীর হয়, আকাসে তাঁরা উঠে, চাঁদ জ্যোৎস্না ছড়ায়।
তাঁরা ছুপি ছুপি তাদের প্রনয়ের কথা বলে। আমি শুধু বাতায়নের পাশে জেগে থাকি।
নিরবে-নিঃশব্দে আমার সৃতিতে তুমি বার বার ফিরে আসো।
কেন মনে হয় তোমার ঐ মুগ্ধ মায়াময় চেয়ারা ঐ চোখ আজো ভুলতে পারিনা।
পারচিনা তোমাকে হৃদয়য়ের কাছ থেকে সরাতে। মিম কিছুতেই ভুলতে পারছিনা সেই সময়ের সেই মদুময় সৃতির কথা।
যা মনে পরলে দুচোখে নেমে আসে অশ্রুর প্লাবন। কি অপরুপ তুমি তোমার নাতি দির্গ কোঁকড়ানো চুল গুলু যেন
কৃষ্ণপাথরের ছেয়েও কালো। তোমার ঠোট দুটো যেন উপসাগরীয় জুদ্দের লাল রক্তের ছেয়েও লাল।
তোমার মুখ যেন বুলগেরিয়ার রাজদানী সোফিয়ার ভ্যালী অফ রোজ গার্ডেনের ছেয়েও সুন্দর।
তোমার কথা যেনও উপমহাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পি রুনার কণ্ঠের ছেয়েও মধুর।
তোমার শরীরের মউ গন্দ যেনও হেরুইনের ছেয়েও বেশি আসক্তকারি।
মিম নিয়তি কত নিষ্ঠুর তোমাকে আমাকে দূরে রেখেছে। এমনতো চাইনি,
তোমার কি অপরাধ, অপরাধ সব আমার। আমার এই অপরাধের জন্য তোমাকে আজ হারাতে হল।
তোমাকে তো বলেছিলাম অপেক্ষা করতে।
তা তুমি করলেনা, না করে আমার হৃদপিণ্ডে ছুরি মারলে। পৃথিবীর সব প্রেমিকার মত তোমাকে ভাবিনী।
আদর্শ প্রেমিকা বলে ভাবতাম। কারন তুমি তোমার ছেয়েও আমাকে বেশি ভালবাসতে,
এত ভালবাসার মধ্য আমাকে কষ্ট দিলে কেন?
তুমি না একদিন বলেছিলে বাবু কখনো আমাকে কষ্ট দিওনা,
তোমার জন্য আমি সাদ্দামের মত যুদ্ধ করবো।
মনে আছে সেই সময়ের কথা,যেই সময়ে আমরা দেখা করতাম,
তুমি বলতে তোমাকে চুমু খেতে আমার ভীষণ ভাল লাগে।
কত আদর সোহাগ করে করে আমাকে ডাকতে এবং বলতে বাবু তোমাকে না পেলে আমি মরে যাব।
মিম আমি তোমাকে কত যে ভালবাসতাম একবারেও কি বুজতে চাইলে না?
তুমি সুদু নিজেকে দেখলে, আমাকে একবারেও দেখলেনা।
তবুও কষ্ট নেবনা। দূর থেকে তোমাকে দোয়া করবো। তুমি যেখানেই থাকো যেভাবে থাকো, যেনও ভাল থেকো, সুখে থেকো।
তোমাকে দেখার শোভাগ্য আমার হবে কিনা জানিনা। আদও হবে কি দেখা?????
তোমার সৃতি ভুলতে পারিনা, সব সময় চোখের সামনে ভেসে উঠে।
তুমি আজ আমার কাছে থেকে বুহু দুরে। তুবুও মনে হয় এইতো তুমি রয়েছ কাছে।
তোমাকে কোনদিন ভুলতে পারবোনা। দোয়া করি তোমার জীবন যেনও সুখের হয়।
ইতি
তোমার বাবু
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment