বুঝাতে পারি নি তোমায় কতটা ভালবাসি। মাঝে মাঝে যখন পুরনো দিনের কথা ভাবি নিজের অজান্তেই কেদে ফেলি। খুব বেশি কষ্ট হয় যখন ভাবি শুধুমাত্র আমি দেখতে ভাল না বলে তুমি আমায় ভালবাসি নি। কই তুমি তো দেখতে খুব সুন্দর ছিলে না কিন্তু আমার মনে তো তা নিয়ে কোনসংশয় ছিল না। আমিতো কখনো ভাবি না এসব তুচ্ছ ব্যাপার নিয়ে। কারন আমি বিশ্বাস করি ভালবাসা মানে কারও বাহ্যিক সৌন্দর্য না সেই মানুষটার ভেতরকার মানুষটাকে ভালবাসা। দুটো মানুষের দৈহিক না আত্মিক মিলনে ভালবাসায় আসে পূর্ণতা। জানি না তোমায় কতটা ভালবাসতে পেরেছি কিন্তু আমার ভীষণ কষ্ট হয় যখন ভাবি আমার ভালবাসা কেন আমার এক বিন্দু পরিমান চোখের জলের ও কোন মূল্য নেই তোমার কাছে। খুব বেশি ইচ্ছে হয় তোমাকে একটা মুহূর্ত এই বুকের মাঝে শক্ত করে আগলে রাখি আমার বিশ্বাস সেদিন তুমি বুঝতে পারবে এই বুকে কতটা ভালবাসা জমেছে শুধু তোমায় ভেবে,এই বুকে কতটা আর্তনাত শুধু তোমায় ভালবাসি বলে !!
No comments:
Post a Comment